ভোটের দিন ‘গণকারফিউ’ ঘোষণা গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি (রোববার) সারাদেশে সকাল-সন্ধ্যা ‘গণকারফিউ’ ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে ৬ জানুয়ারি হরতালের ডাক দিয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচন বর্জন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ।

এসময় নুরুল হক নূর বলেন, এ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তারা একতরফা নির্বাচন কায়েম করবে। জনগণকে ৭ তারিখ গণকারফিউ জারি করে এবং গণকারফিউ পালন করার আহ্বান জানাই। এই নির্বাচন দেশ ধ্বংসের নির্বাচন। দেশকে রক্ষা করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব।

আরএএস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।