চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায়। সেই হিসেবে আজই প্রচারণার শেষদিন। ফলে শেষদিনের প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দল প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। অন্যদিকে, চলছে নির্বাচনবিরোধী প্রচারণাও। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সরেজমিনে রাজধানী বাড্ডা, রামপুরা, শাহবাগ, কারওয়ানবাজার, সায়েন্স ল্যাব, আজিমপুর, বিজয়নগর, গুলিস্তান, এলাকায় যানজট দেখা যায়।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ি আটকে নির্বাচনী শোডাউন, প্রচারণা ও প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা দেয় এ যানজট। অন্যদিকে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় থেকে টিএসসি পর্যন্ত র‍্যালির কারণে চারপাশে যানজট সৃষ্টি হয়।

এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় নির্বাচনবিরোধী কর্মসূচি। এতে হাইকোর্ট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এছাড়া দুদিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করায় অফিস শেষে অনেকেই ঢাকা ছাড়ছেন। এতে রাজধানীজুড়ে গাড়ির চাপও রয়েছে বেশ। এতে যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শাহবাগ থেকে গুলশানের বাসায় ফিরছিলেন ইমতিয়াজ। দীর্ঘ যানজটে বিরক্তি প্রকাশ করেন তিনি বলেন, নির্বাচন উপলক্ষে বাড়ি যাবো ভেবেছিলাম। তবে, দেড় ঘণ্টা যানজটে আটকে আছি, বাসায় যেতেই সন্ধ্যা হবে।

বাড্ডায় তুরাগ বাসের সহকারী সাইদ জাগো নিউজকে বলেন, কিছু কিছু এলাকায় যানজট আছে। সব জায়গায় তেমন নেই। কিছু জায়গায় প্রচারণা ও মিছিলের কারণে জ্যাম হয়েছে।

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।