জিয়ার কবর সরানোর চেষ্টা সর্বশক্তি দিয়ে প্রতিরোধের হুমকি বিএনপির


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর রাজধানীর শেরে বাংলা নগর থেকে অন্যত্র সরানো  চেষ্টা করলে জাতীয়বাদী শক্তি তাদের সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রিজভী বলেন, জনগণ জিয়াউর রহমানের সমাধি নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করবে না। এর পরিণতি ভাল হবে না। জীবন দিয়ে হলেও লড়াই করে যাবে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিহত করবে।

সরকার সমাধি সরানোর পরিকল্পনা করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলেও জানান রিজভী।

সংবাদ সম্মোলনে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দফতর আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।