বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে না, পরিহার করেছে: মঈন খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে জনগণও তা জানে’ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ইলেকশন নয় সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক হচ্ছে এবার।

ভোট বর্জনের দাবিতে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে গুলশানে লিফলেট বিতরণ করে এসব কথা বলেন মঈন খান।

তিনি আরও বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না এ নির্বাচন আমরা পরিহার করছি।

বিএনপির লক্ষ্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।

মঈন খান বলেন,দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এ লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে গেছে এটি কোনো নির্বাচন নয়, এটি নির্বাচনের নামে একটি খেলা মাত্র।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।