ভোট নিয়ে গণতন্ত্র মঞ্চ

তোমাদের জন্য যেটা খেলা, দেশের জন্য সেটা দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

একটি দল ক্ষমতায় থেকেই সাজানো নির্বাচন করছে। সেই দলের সাধারণ সম্পাদক বলছেন ‘৭ জানুয়ারি খেলা হবে’। তারা একটি স্বাধীন দেশের নির্বাচন ব্যবস্থাকে রাস্তায় খেলাধুলায় পরিণত করেছে। আওয়ামী লীগের জন্য যেটা খেলা পুরো দেশের জন্য সেটা দুর্ভোগ-দুর্যোগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর কাকরাইল মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের নেতা শহিত উদ্দিন মাহমুদ স্বপন, প্রিতম দাশ, শহিদুল্লাহ।

মাহমুদুর রহমান বলেন, আমি কোনো বক্তব্য দেবো না। এটা কোনো ভোট হচ্ছে না, মানুষকে বলবো ভোট দিতে যাবেন না। রিকশাচালক, পানবিড়ির দোকানদার, হাটবাজারসহ সব জায়গার মানুষ বলছে দেশে ভোট হচ্ছে না, আগেই ভোট হয়ে যায়। প্রধান নির্বাচন কমিশন ও কমিশন আনিসুর রহমান বলেছেন ‘যদি সুষ্ঠু ভোট করতে না পারি তাহলে বিশ্ব থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে।’ এর মানে দুনিয়ার কেউ আপনার সঙ্গে ব্যবসা করবে না, কোনো কিছু রফতানি করতে পারবেন না। আপনাকে কেউ সাহায্য করবে না।

তোমাদের জন্য যেটা খেলা, দেশের জন্য সেটা দুর্ভোগ

তিনি বলেন, এক নৌকা চারভাগে বিভক্ত। কারো ঈগল, কারো গাছ, কেউ কেউ ট্রাকে উঠেছেন। এতজন মিলে ভাগাভাগির মধ্যে কিলাকিলি হচ্ছে। দু’একটা মরেছে আরও মরার শঙ্কা করছেন সাধারণ মানুষ। সরকারকে বলবো, আমাদের থামানোর দরকার নেই, বুঝে-শুনেই আন্দোলন করছি। যারা ভোটে দাঁড়িয়েছেন তারা কী করছে দেখেন, কথা বলেন। সাধারণ মানুষকে আবারও বলবো আপনারা এই ভোট প্রত্যাখান করবেন।

সাইফুল হক বলেন, দেশের আইনের শাসন নেই। আদালতের ওপর খবরদারি করছে সরকার। পুলিশকে দিয়ে সাক্ষ্য দিয়ে সাজা দেওয়া হচ্ছে বিরোধী দলের একের পর এক নেতাকে। ফরমায়েশি কায়দায় এসব সাজা দেওয়া হচ্ছে। দেশের গর্ব ড. ইউনূসকেও ছাড়েনি এই জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ। হিংসার বহি:প্রকাশ হয়ে তাকেও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। বিশ্ববাসী দেখছে দেশের মধ্যে কি হচ্ছে। বিশ্ব মিডিয়ায় নিন্দার ঝড় উঠছে নির্বাচন নিয়ে। সব মিডিয়ায় বলা হচ্ছে বাংলাদেশে একটি বিশেষ নির্বাচনী তৎপরতা চলছে, নির্বাচন হচ্ছে না।

জোনায়েদ সাকি বলেন, আজ আওয়ামী লীগ যা করছে তাদের কৃর্মের কারণে তাদের রাজনৈতিক মৃত্যু হবে। নিশ্চিহ্ন হয়ে যাবে এ দলটি। এজন্য দলটি নিজেই দায়ী, নিজের করা গর্তেই পড়বে তারা। ৭ জানুয়ারি যেটা হতে যাচ্ছে সেটা নির্বাচন নয়। নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে। জনগণ এই নির্বাচন প্রত্যাখান করেছে, আমরা মাঠে থেকেই ভোট বর্জনে জনগণকে উদ্বুদ্ধ করব। সরকারকে বলবো এখনও সময় আছে, সংবিধানের ১২১ অনুচ্ছেদের আলোকে সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে পার পাবেন না।

ইএআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।