‘১৬ কোটি মানুষকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা দেশপ্রেমিক নয়, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আর এই সৎ সাহস আছে শুধু শেখ হাসিনার। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তিনি আমাদের সাহসের বাতিঘর। তিনি মৃত্যু ভয় পরোয়া করেন না। তাই ১৬ কোটি মানুষকে এগিয়ে নিতে হলে নৌকায় ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম।

তিনি বলেন, ইদানীং ইচ্ছাকৃত ঋণ খেলাপি সৃষ্টি হয়েছে। বাজার সিন্ডিকেট নামে নতুন আরেকটি সিন্ডিকেট হয়েছে, সেই সঙ্গে যোগ হয়েছে অর্থ পাচারকারীরা। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে স্বাধীনতাবিরোধীদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রেস ক্লাব আমার আসনে। একটা সময় প্রেস ক্লাবে আসতাম। এখন সাংবাদিকদের সমস্যা সবচেয়ে প্রকট। সাংবাদিক সমাজের সমস্যা আমরা সমাধান করতে পারিনি। প্রধানমন্ত্রী গতকাল ১০ম ওয়েজবোর্ডের আশ্বাস দিয়েছেন, সেটি বাস্তবায়ন করা হবে। আমি নির্বাচিত হতে পারলেও সারাজীবন সাংবাদিকদের সাথে সম্পর্ক রক্ষ করে যাব।

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১/১১ এর সময় যে আন্দোলন সংগ্রাম করছিল আওয়ামী লীগ। তখন বাহাউদ্দিন নাছিম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্যাতন সহ্য করেছেন।

প্রধানমন্ত্রী তাকে ৮ আসনে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল।

আরএএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।