ঘরে থাকুন, ভোট আওয়ামী লীগ দিয়ে দেবে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো মানুষ যেন সময় নষ্ট না করে। সবাই এ প্রহসনের নির্বাচন থেকে দূরে থাকুন। ভোটের দিন সবাই ঘরে থাকুন। ভোট এমনিতেই পুলিশ ছাত্রলীগ, আওয়ামী লীগ মিলে দিয়ে দেবে। কেউ ভোটারবিহীন এ নির্বাচনে যাবেন না।

শনিনার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় এ কথা বলেন। ‘ভোট কেন্দ্রে যাবো না, প্রতারণার নির্বাচনকে সমর্থন করবো না’ শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদের একাংশ।

Raza1.jpg

রেজা কিবরিয়া বলেন, এ ভোট আসল ভোট নয়। আসল ভোট গণভবনে হয়ে গেছে। এ সরকারের ওপর জনগণের কোনো আস্থাও নেই। আপনারা নির্বাচন বাতিল করেন। দেশের পরিস্থিতি এখন সুবিধাজনক নয়। প্রয়োজনে ২/৩ মাস পিছিয়ে নেন। এ নির্বাচন বাতিল না করলে পরবর্তী সরকার গঠনের পরে সরকারকে আর্থিক ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।

সভা শেষে তারা প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ ও ভোট বর্জনের জন্য গণসংযোগ করেন।

আরএএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।