যাত্রাবাড়ীতে মৎস্যজীবী দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শুক্রবার সকালে যাত্রাবাড়ীর ডেমরা রোড থেকে কাজলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য এমএজি বাবুল, হাজী আবু বকর সিদ্দীক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যাত্রাবাড়ী থানার সভাপতি আলী মন্ডলসহ বেশ কিছু নেতাকর্মী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে সারাদেশে ২১, ২২ ও ২৩ তারিখে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ২৪ তারিখে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে দলগুলো।

কেএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।