বিকল্পধারার আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিলই থাকলো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিকল্পধারা মনোনীত প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে রিটার্নিং কর্মকর্তার রায়কে বৈধতা দিয়েছে ইসি।

বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মতো শুরু হওয়া ইসির আপিল শুনানিতে আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিল করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন।

ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী বিকল্পধারা মনোনীত প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল করেন আব্দুল মান্নান। যার শুনানি হলো আজ।

এমওএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।