এটা কোনো ইলেকশন নয়, বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন: ডা. শাহাদাত
প্রায় দেড় মাস পর জনসমক্ষে এসেছে চট্টগ্রাম মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা। এর আগে অবরোধ হরতালে ঝটিকা মিছিল করলেও এবার পুলিশি বেস্টনির মধ্যে মানববন্ধনে অংশ নেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার বেলা ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ করে মহানগর বিএনপি।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার চেষ্টা করছে। তারা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব মানবাধিকার দিবস শুধু একদিন নয়, সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের জন্য এখন প্রতিদিনই মানবাধিকার দিবসে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘দেশের জনগণ, বিরোধী দলের বিরোধিতা ও আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে একতরফা নির্বাচন করা হচ্ছে। এখন এমপি হওয়ার জন্য জনগণের কাছে নয়, গণভবনের দিকে ছুটছেন অনেকে। একগুঁয়েমি দেখে মনে হচ্ছে, এটা কোনো ইলেকশন নয়, বানরের পিঠা ভাগাভাগির সিলেকশন।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও মো. কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিএমইউজে সভাপতি মো. শাহনওয়াজ, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অ্যাবের সভাপতি জানে আলম সেলিম।
মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, ইঞ্জি. বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, হারুন জামান, মাহবুব আলম, এড মুফিজুল হক ভূঁইয়া, এস এম আবুল ফয়েজ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, দক্ষিণ জেলার সদস্য ফোরকান, আবদুল গাফ্ফার চৌধুরী, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, এড. ফৌজুল আমিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, কাশেম চৌধুরী, উত্তর জেলার সদস্য এড. আবু তাহের, জসিম উদ্দিন শিকদার, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, শাহিদুল ইসলাম চৌধুরী, জাকের হোসেন, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশাসহ অনেকে।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম