এবার সর্বাত্মক ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা এলডিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

বিএনপির সঙ্গে একাত্মতা জানিয়ে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর (মঙ্গল ও বুধবার) সারাদেশে ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সেইসঙ্গে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস পালন করবে দলটি।

রোববার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

বিবৃতিতে অলি আহমদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সমগ্র দেশ একদলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কারো জন্য কাম্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন। জনগণকে মুক্তি দেন। সত্যিকার স্বাধীনতা প্রতিষ্ঠা করি। সভ্য সমাজে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করুন। মনে রাখতে হবে আমরা কেউ থাকবো না। কিন্তু দেশকে ধ্বংস করে কি লাভ। একটি বারের জন্য হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।

কেএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।