বরিশাল-৫

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান নৌকার প্রার্থী জাহিদ ফারুক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক।

বুধবার (৬ ডিসেম্বর) বরিশাল অঞ্চলের চার নম্বর বুথে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মনোনয়নপত্রে সমর্থনকারী কে বি এস আহমেদ এ আপিল করেন।

তিনি বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হলো।

নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলে আশা করেন তিনি।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বরিশাল সদরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাদিক আবদুল্লাহ।

এমওএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।