অবরোধের সমর্থনে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা বিএনপি।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের তত্ত্বাবধানে ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়া থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। এসময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, মো. মোখলেসুর রহমান খান ইলিয়াসশাসী, আব্দুর রহমান বাবুল, মো. জাকির হোসাইন, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান উপস্থিত ছিলেন।
বিকেলে সাভার পৌর যুবদলের নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।
এছাড়াও দোহার উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শম্পার নেতৃত্বে দোহার-কেরানিগঞ্জ সড়কে দোহার উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে সাভার বাজার রোডে ঢাকা জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পালন করেন নেতাকর্মীরা।
কেএইচ/ইএ/এমএস