দলবল নিয়ে এসে মনোনয়ন ফরম জমা দিলেন ফিরোজ রশিদ
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি ঢাকা-৬ আসন থেকে প্রার্থী হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে আসনে তিনি।
সরেজমিনে দেখা যায়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রবেশদ্বার থেকে লাঙ্গলের মিছিল নিয়ে ভেতরে আসতে থাকেন ফিরোজ রশিদ। বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রধান ফটকে এসে তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে প্রবেশ করেন। কর্মী সমর্থকদের এমন ভিড় দেখে প্রধান ফটক থেকে নিরাপত্তারক্ষীরাও পিছু হটেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না।
এএএম/এমএইচআর/এএসএম