বুধবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

আজ (মঙ্গলবার) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইংয়ের চিফ সালাম মাহমুদ।

তিনি বলেন, দুটি বিভাগে আমাদের এখনো প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়নি। শরিক দলের সঙ্গে প্রার্থী নির্ধারণের কিছু বিষয় আছে। তাই কাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধন পাওয়া দলটি ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে। পাঁচ দিনে ৪৩০টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। গত ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে তৃণমূল বিএনপি।

আরএএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।