তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ৩৫০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২২ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র বিক্রি করছে তৃণমূল বিএনপি। এ পর্যন্ত দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৫০ মনোনয়নপ্রত্যাশী। দলটির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

বুধবার (২২ নভেম্বর) তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ জাগো নিউজকে এ তথ্য জানান।

এর আগে, গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি।

জাগো নিউজকে সালাম মাহমুদ বলেন, ‘১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত আমাদের ৩৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। এই পর্যন্ত আমাদের দলের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, জ্যেষ্ঠ সব নেতা মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা আগামীকাল পর্যন্ত সময় বর্ধিত করেছি।’

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে- যাদের নিবন্ধন নেই, তারা আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে। প্রগতিশীল ইসলামিক জোট, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ও তরিকত ফেডারেশন আমাদের সঙ্গে শরিক হয়ে নির্বাচন করবে।’

নতুন এই রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, তারা ৩০০ আসনেই প্রার্থী দেবেন। কোনো দল তাদের সঙ্গে নির্বাচন করতে চাইলে তারা স্বাগত জানাবেন।

আরএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।