জিএম কাদেরের কার্যালয় থেকে রওশনের মনোনয়ন ফরম নেওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মনোনয়ন ফরম সংগ্রহের গুঞ্জন উঠেছে। জানা গেছে, রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীক চান।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টি।

এদিন দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের হাতে রওশন এরশাদের মনোনয়ন ফর্ম দেখা যায়। তিনি বলেন, ‘রওশন এরশাদের পক্ষে তার ব্যক্তিগত সহকারী এসে ফরমটি সংগ্রহ করবেন। ময়মনসিংহ বিভাগের কাউন্টারে উপস্থিত প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করেন।’

আরও পড়ুন>> জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

তবে বিষয়টি নিয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েছেন রওশন এরশাদের বিশেষ মুখপাত্র কাজী লুৎফুল কবীর।

jagonews24

এ বিষয়ে রওশনপন্থি নেত্রী শেখ রুনা বলেন, ‘আমাদের আসা হচ্ছে না। আমরা কীভাবে ফরম সংগ্রহ করবো তা নিয়ে মিটিং আছে।’

এ বিষয়ে বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ বলেন, ‌‘দলের একটি গোষ্ঠী বেগম রওশন এরশাদের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার নাটক সাজিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিভ্রান্ত করছেন, যা স্যোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এতে সংবাদমাধ্যমকর্মীরা পড়ছেন তথ্য বিভ্রাটে।’

কাজী মামুন বলেন, ‘স্পষ্ট বক্তব্য, ম্যাডাম রওশন এরশাদ কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আজ রাতে রওশন এরশাদের পক্ষে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত জানানো হবে।’

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘রওশন এরশাদ এখনো মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। তবে তার মনোনয়ন ফরম রেডি করে রাখা হয়েছে।’

এসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।