প্রথম দিন তৃণমূল বিএনপির ফরম নিলেন ৩৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে তৃণমূল বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন দলটির ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ প্রথম দিন ৩৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

প্রথম দিন টাঙ্গাইল সদর-৫ আসনে মো. শরীফুজ্জামান খান, টাঙ্গাইল-২ আসনে মাহবুবুর রহমান খান, টাঙ্গাইল-৪ আসনে শহীদুল ইসলাম, সাতক্ষীরা-৪ আসনে আসলাম আল মেহেদী, গাজীপুর-১ আসনে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীসহ অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিন মনোনয়ন ফরম বিক্রির সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (৩৩ তোপখানা রোড, মেহেরব প্লাজা ১৬ তলা) থেকে পাঁচ হাজার টাকা পে অর্ডার/নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

আরএএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।