নয়াপল্টনে ফখরুলকে ফুলেল শুভেচ্ছা


প্রকাশিত: ০৬:৩০ এএম, ৩১ মার্চ ২০১৬

বিএনপির মহাসচিব হয়ে বৃহস্পতিবার প্রথম অফিস করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। এ সময় সকাল থেকে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সারাদেশ থেকে আগত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নতুন মনোনীত এ মহাসচিবকে। এছাড়া অনেক নেতাকর্মীকে আনন্দ মিছিল করতে দেখা যায়।

Polton

এদিকে, নির্বাহী কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদে তিন নেতার নাম ঘোষণার পর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে গেছে। যে কোনো সময় কমিটির বাকি নেতাদের নাম ঘোষণা হতে পারে এমন সঙ্কায় কার্যালয় ও এর আশপাশে এ উপস্থিতি বলে জানান নেতাকর্মীরা।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।