জ্বালাও-পোড়াও নয়, সংলাপেই সমাধান দেখছে ইসলামী আন্দোলন

সাইফুল হক মিঠু
সাইফুল হক মিঠু সাইফুল হক মিঠু
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৪ নভেম্বর ২০২৩

তফসিল ঘোষণা হলেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। বিরোধী দলগুলোর টানা হরতাল-অবরোধ ও অসহযোগ আন্দোলনের হুমকির মধ্যেই বুধবার (১৫ নভেম্বর) ঘোষণা হবে তফসিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করতে এখনো অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর বর্তমান সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে অনড় বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো। একই অবস্থান ইসলামী আন্দোলনেরও। তবে জ্বালাও-পোড়াও নয়, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটতে চান দলটির নেতারা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ ও সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর মাঝে দু-একদিন বিরতি দিয়ে চলছে লাগাতার হরতাল-অবরোধ। গত কয়েকদিনে শতাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন>> বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, ঘোষণা হবে তফসিল

ইসলামী আন্দোলনের হাইকমান্ড মনে করে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বাস্তবায়নের মতো শক্তি তাদেরও আছে। তবে জ্বালাও-পোড়াও করা তাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এমন অবস্থায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিলে তাদের ইমেজ সংকটে পড়বে।

সবশেষ তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল ও সারাদেশে বিক্ষোভসহ চার দফা কর্মসূচি পালন করার ঘোষণা দেয় দলটি। রোববার (১২ নভেম্বর) পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে বিভিন্ন দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ নভেম্বর সংলাপের কথাও জানিয়েছে দলটি।

গত ৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল ইসলামী আন্দোলন। এই দাবি মানা না হলে আন্দোলনরত সব বিরোধীদলের সঙ্গে আলোচনা করে পরবর্তীসময়ে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।

আরও পড়ুন>> শর্তহীন সংলাপ/যুক্তরাষ্ট্রের আহ্বানে ইতিবাচক থাকলেও সতর্ক বিএনপি

নির্বাচন কমিশন বাতিল, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে তফসিল ঘোষণা না করা, রাজনৈতিক কারণে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি না দেওয়া ও সংসদ ভেঙে দিয়ে সব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবিতে সভা-সমাবেশ করছে ইসলামী আন্দোলন।

দলটির শীর্ষ নেতাদের অভিমত, সরকারবিরোধী আন্দোলনে জ্বালাও-পোড়াও হচ্ছে। এসবে আমরাও জড়িত হলে সাধারণ মানুষ মেনে নিতে চাইবে না। তাছাড়া দুর্ঘটনার দায় চাপিয়ে জোরেশোরে প্রচার করে দলটির নেতাদের গ্রেফতার করা হতে পারে। ইসলামী আন্দোলন এ ফাঁদে পা দেবে না। সভা-সমাবেশ ও বিরোধীদলের সঙ্গে আলাপ-আলোচনা করে দলটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

রোববার সংবাদ সম্মেলনে আগামী দিনের কর্মসূচি ও নির্বাচন প্রসঙ্গে দলটির আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক ঘরানার দল। ভাঙচুর, অগ্নিসংযোগ বা অশান্তি তৈরি করে দাবি আদায় ইসলাম সমর্থন করে না। আমরাও এটা সমর্থন করি না। যত চাপই থাক না কেন শান্তিপূর্ণভাবে জনগণ ও সরকারের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই। কী করবো, নির্বাচন ঠেকাবো কি না তা সংলাপের মাধ্যমে নির্ধারণ করবো।

আরও পড়ুন>> ফয়জুল করীম/একতরফা নির্বাচন দিয়ে দেশকে সংঘাতে ঠেলে দেবেন না

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার যে নিয়ম-শৃঙ্খলা মানে না এ বার্তা আমরা দিয়েছি। এ বার্তা দেওয়াটাও তো বিশাল কাজ। আমরা এটাতে সাকসেস।

সার্বিক বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জাগো নিউজকে বলেন, ‘যেন-তেন একটা নির্বাচন করলেই যে সরকার বৈধতা পাবে বিষয়টা এমন নয়। ১৯৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারি বিএনপিও একটা নির্বাচন করেছিল। তারা কিন্তু থাকতে পারেনি। অতএব নির্বাচনই শেষ নয়। রাজনৈতিক সংকট সমাধানে আমরা সব দলকে চিঠি দেবো সংলাপের জন্য। আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।’

দলটির প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জাগো নিউজকে বলেন, ‘আন্দোলনরত দলগুলোকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেওয়ার কাজ শুরু হচ্ছে। কয়েকজনকে মৌখিকভাবে বলা হয়েছে। উপস্থিতির সম্মতিও পাওয়া গেছে। আশা করছি বিএনপিসহ সমমনা দল যারা সরকারবিরোধী আন্দোলন করছে তারা সংলাপে উপস্থিত থাকবে। সব দলকেই সংলাপে আহ্বান করা হবে। আমরা ভেন্যু ঠিক করতে পারিনি, শিগগির বিস্তারিত জানাতে পারবো। সংলাপের মাধ্যমে আমরা করণীয় ঠিক করবো।’

এসএম/এএসএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।