ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৩

কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করে রাজধানীবাসীর কাছে ন্যায্যমূল্যে বিক্রি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার (১৪ নভেম্বর)সকাল ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি শুরু করবে।

সোমবার (১৩ নভেম্বর) তিন সংগঠনের দপ্তর সম্পাদকের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।

এই কর্মসূচিতে তিন সংগঠনের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

এসইউজে/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।