অবরোধ প্রতিহতে রাস্তায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ পিএম, ১২ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা অবরোধ প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। রোববার (১২ নভেম্বর) সংগঠনটির ঢাকা মহানগরের ব্যানারে এ কর্মসূচি করা হয়।

বেলা ১১টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোড থেকে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। সুবাস্তু ঘুরে মিছিলটি মধ্যবাড্ডা ইউলুপ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন পরিষদের নেতারা।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আলাউদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক সাদিক ইবনে রউফ। এতে বাড্ডা, রামপুরা ও গুলশান থানা শাখা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি আলাউদ্দিন সাজু বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে বিএনপি-জামায়াত নৈরাজ্য চালাচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে আমরাও মাঠে নেমেছি। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ মাঠে থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস রুখে দেবে।

সাধারণ সম্পাদক সাদিক ইবনে রউফ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ প্রথম থেকেই মাঠে ছিল। আগামীতেও মাঠে থাকবে। আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল-সমাবেশ করছি। সেই ধারাবাহিকতায় আজ বাড্ডা-রামপুরা সড়কে কর্মসূচি করছি।

এএএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।