সংঘাতময় পরিস্থিতিতে তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেছেন, দেশের প্রবল সংঘাতময় ও অস্থিতিশীল সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করতে মরিয়া নির্বাচন কমিশন।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টায় পল্টন কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দলের শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

নায়েবে আমির বলেন, পরিবেশ সৃষ্টি না করে তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংঘাতে পতিত হবে। তফসিল ঘোষণার জন্য বর্তমান সময় মোটেও অনুকূলে নয়। অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আগ্রহী নয়। জোর করে এক তরফা নির্বাচন করলে নির্বাচন কমিশনকে রুখে দেবে জনগণ।

নির্বাচনকালীন সরকারের দাবিতে অধিকাংশ রাজনৈতিক দল আন্দোলন করে আসছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা কী হবে তা ঠিক না করে কোনোভাবেই তফসিল ঘোষণা হতে পারে না।

তিনি বলেন, ‘সম্প্রতি দুটি উপ-নির্বাচনে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রকাশ্যে সিল মারার ভিডিও ফুটেজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। কেন্দ্র দখল, পেশিশক্তির প্রয়োগ করে ভীতিকর পরিবেশে নির্বাচন করে জাতীয় নির্বাচনের মতো একটি নির্বাচন করার সাহস করে কীভাবে? কাজেই তফসিল ঘোষণা না করে পদত্যাগ করা উচিত সিইসির। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে একতরফা নির্বাচনের তফসিল সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে না। আন্দোলনকারী দল ও দেশবাসী এ তফসিল মানবে না।’

ফয়জুল করীম আরও বলেন, দেশ ও জনগণের সেবায় মনোযোগ না দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার সিন্ডিকেট এবং ব্যাংক লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। জনমত এখন সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে চলে গেছে। এক দফা দাবি মেনে নিয়ে সব বন্দিকে মুক্তি দিয়ে সমঝোতায় শেষ সুযোগ গ্রহণ করতে হবে।

তিনি নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান।

এসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।