ঢাবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বেধড়ক মারধরের শিকার হয়েছেন রাজধানীর দারুসসালাম থানা ছাত্রদলের এক নেতা। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ বলছে, নাশকতা করতে এসে সাধারণ শিক্ষার্থীদের কাছে মারধরের শিকার হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ সম্পৃক্ত নয়।

জানা যায়, ভুক্তভোগী ব্যক্তির নাম ইমরান হাসান জয়। তিনি ইউরোপিয়ান ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী এবং দারুসসালাম থানা ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। বর্তমানে তিনি দারুসসালাম থানা ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী।

ভুক্তভোগী ইমরান হাসান বলেন, আগামীকাল (শুক্রবার) আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সেজন্য বই কিনতে নীলক্ষেতে এসেছিলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সঙ্গে দেখা করতে টিএসসিতে যাই। সেখানে সন্ধ্যার দিকে ছাত্রলীগের কিছু পোলাপান আমার ফোন চেক করে এবং টিএসসিতে থেকে তুলে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যায়। সেখানে একটা ঘরের মধ্যে নিয়ে ১০ থেকে ১৫ জন মিলে বেধড়ক মারধর করে। আমাকে ৬টা থেকে ৮টা ৪০ পর্যন্ত মারধর ওরা।

তিনি আরও বলেন, আমাকে মারার সময় পুলিশ আসছিল। তখন আমি সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফিরার পর আর পুলিশকে দেখতে পাইনি। পুলিশ আমাকে রেখেই চলে যায়। শেষে আমার বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার কাছে ১০ হাজার টাকা ছিল। সেই টাকাও নিয়ে যায়। আমার ফোনের সব ডকুমেন্ট ও বিকাশের পিন নিয়ে যায়।

তাদের কাউকে চিনতে পেরেছেন কিনা জানতে চাইলে জবাবে বলেন, আমি তো অন্য ইউনিভার্সিটির। তাদের কাউকেই চিনতে পারিনি। তবে দেখলে অবশ্যই চিনবো।

মারধরের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ছেলেটা ও আরও দুইজনসহ নাশকতা করতে এসেছিল। তখন সাধারণ শিক্ষার্থীর কাছে ধরা পড়ে এবং সাধারণ শিক্ষার্থীরা তাকে মারধর করেন। এ ঘটনায় ছাত্রলীগ ছিল না।

আল সাদী ভূঁইয়া/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।