ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেছেন। দ্বিতীয় দফা অবরোধের আজ প্রথম দিনে এ মিছিল করা হয়।

মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতয়ালি, বংশাল, হাজারীবাগ, মতিঝিল, ওয়ারী, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁও, লালবাগসহ সব থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। তবে বিভিন্ন স্থানে হামলা চালায় বলেও অভিযোগ করেন নগর বিএনপির নেতারা। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ থেকে ২৫ নেতাকর্মী আহত এবং ২১ জনকে গ্রেফতার করা হয়।

jagonews24

দয়াগঞ্জ কদম রসুল মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, কোতায়ালি এবং ওয়ারী থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্লোগানমুখর মিছিলটি দয়াগঞ্জ হয়ে পোস্তগোলার দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এখান থেকে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসূদ আফসার, ৪৪ নম্বর ওয়ার্ডের সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪৫ নম্বর ওয়ার্ডের রবিনসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের দোলাইপাড়ে অবরোধের সমর্থনে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নগরীর মিটফোর্ড এলাকায় অবরোধের সমর্থনে লালবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা মিছিল বের করলে হামলার শিকার হয়। এতে আহত হন নগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনসহ কয়েকজন নেতাকর্মী।

যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে এবং শনিরআখড়া, ডেমরা এবং মাতুয়াইলে বিভিন্নস্থানে পিকেটিং করে।

হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝিগাতলা এবং আজিমপুর এলাকায় মিছিল করে।

ফকিরেরপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

jagonews24

খিলগাঁও চৌরাস্তা, সিপাইবাগ এবং তালতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খিলগাঁও থানা বিএনপি।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানা বিএনপি সুবাস্ত টাওয়ারের সামনে, মিরপুর ১ নম্বর গোলচত্বরের সামনে থানা বিএনপির উদ্যাগে, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, মোহাম্মদপুর বেড়িবাঁধে আদাবর থানা বিএনপি, কাকলীতে বনানী থানা বিএনপি, তুরাগ থানার উদ্যাগে আব্দুল্লাহপুর, রামপুরা থানার উদ্যাগে বনশ্রী এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার উদ্যােগে গুলশান লিংক রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।