নির্বাচন নিয়ে মানুষ আতঙ্কিত: মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ সালের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু বিনিয়োগকারী নয়, নির্বাচন নিয়েও সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীদলের পরস্পর দোষারোপের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কথায় আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন? সুতারাং অতীতকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।

মুক্তিযুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন মোকাব্বির খান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে অর্থনীতির চাকা সচল হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আসবে। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে।

১০০ টি অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে মোকাব্বির খান বলেন, বলা হয়েছিল আগামী ২০৩০ সালের মধ্যে কাজ সম্পন্ন করে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে। ৪০ মিলিয়ন ডলারের পণ্য পরিসেবা রপ্তানি করা যাবে। কিন্তু সেটি আজ প্রশ্নবিদ্ধ। বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে।

সম্প্রতি জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে জাপানের বৃহৎ বিনিয়োগকারী কোম্পানির মধ্যে ৭১ শতাংশ বিনিয়োগ পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়।

আইএইচআর/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।