মির্জা ফখরুল

২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ, নেতাকর্মীরা বসে পড়বে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২২ অক্টোবর ২০২৩
যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

জনগণকে সমাবেশ যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শাপলা চত্বর হওয়া সম্ভব না, বিএনপি আর ওরা (হেফাজতে ইসলাম) এক না। বাধা দিয়ে লাভ নেই। অতীতে সমাবেশ সফল হয়েছে, এবারও হবে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

কেএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।