পথশিশুদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ছাত্রলীগ সভাপতি


প্রকাশিত: ০১:২০ পিএম, ২৬ মার্চ ২০১৬

পথশিশুদের নিয়ে প্রতিকী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। শনিবার সকালে রাজধানীর পরীবাগে অবস্থিত পথ শিশুদের স্কুল ‘হাসিমুখ পরিবার’ এর শিশুদের নিয়ে দিবসটি উদযাপন করেন তিনি।

স্বাধীনতা দিবস উদযাপনে হাসিমুখ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ।

এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল ভূইয়া তানভির, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম জনি, স্বাস্থ্য সম্পাদক সুমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক সুমন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Shohag

সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশুদের নিয়ে ছাত্রলীগ সভাপতি প্রতিকী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। হাসিমুখ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও, ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএইচ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।