খালেদা জিয়াকে দেখতে গেলেন জামায়াত নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১০ অক্টোবর ২০২৩

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ নেতা এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান প্রমুখ।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আলী আশরাফ ইমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে তারা দুপুর পৌনে ১টায় হাসপাতাল থেকে বের হন।

হাসপাতাল থেকে বের হয়ে তাহের সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসছিলাম। তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানাই। তার কিছু হয়ে গেলে দেশবাসীর মধ্যে রিঅ্যাকশন হবে।

কেএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।