সময় থাকতে ভদ্রভাবে চলে যান: রব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সময় থাকতে ভদ্রভাবে চলে যান। জনগণ ধরলে আমাদের বাঁচানোর পথ থাকবে না।

খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি ও দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল হাইস্কুলের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে তিনি এ কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, দেশের স্বার্থ বাদ দিয়ে নিজেদের স্বার্থের জন্য সবকিছু লুটপাট করছে। দেশকে বিলিয়ে দিচ্ছে। এবার যদি দিনের ভোট রাতে করেন তাহলে পালাবার পথ খুঁজে পাবেন না। আপনাদের অবস্থা খুবই খারাপ হবে।

তিনি বলেন, দেশ জনগণের, তাই জনগণের কাছে বুঝিয়ে দিয়ে আপনাদের চলে যেতে হবে। যত রক্ত লাগে দেবো, তবুও দেশকে এ অত্যাচারীদের হাত থেকে রক্ষা করবো।

কেএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।