কখন দাবানল তৈরি হবে কেউ বলতে পারবে না: আজম
সরকার পতনের জন্য কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
আহমেদ আজম খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কখন দাবানল তৈরি হবে তা কেউ বলতে পারবে না, সাবধান হয়ে যান। গায়েবি মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর নামে সাজা দেওয়ার চেষ্টা করছেন, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে যে কোনো দিন যে কোনো সময় দাবানল তৈরি হয়ে যাবে। সেই দাবানলে সরকার পুড়ে ভস্ম হবে।
খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা কয়েক বছর যাবত খালেদা জিয়ার চিকিৎসার দাবি করে আসছি। কিন্তু ফ্যাসিবাদী সরকার জনগণের ভাষা বুঝে না। দেশের সব মানুষ খালেদা জিয়ার মুক্তির জন্য অভিমত ব্যক্ত করেছে। কিন্তু জনগণের সেই অভিমত সরকারের কানে পৌছায় না। শুধু রাজনৈতিক ভীতির জন্য খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। সরকারকে বলি খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনীতি করবেন না।
তিনি বলেন, দুই বছর যাবৎ খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। এটাই হলো ফ্যাসিবাদ। যত দ্রুত সম্ভব পাসপোর্ট দিয়ে দেন। আজকের মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।
সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের সিন্ডিকেটের কারণে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। বাণিজ্যমন্ত্রীসহ সব মন্ত্রী সিন্ডিকেটের সঙ্গ জড়িত। তাই আজকে ফ্যাসিবাদের পতনের ডাক এসেছে। আর এই ডাক দিয়েছেন তারেক রহমান। সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার জন্য।
তিনি আরও বলেন, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতেই চুরি করে নিয়েছে। এজন্যই দেশের মানুষের দাবি আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হতে হবে। তারেক রহমানের চিন্তা-চেতনার নেতৃত্বের সঙ্গে পিটার হাস একাত্ম হয়ে গেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জনি সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, ছাত্রদল সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। আরও বক্তব্য দেন তাঁতী দলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মহসিন হাবিব। মৎস্যজীবীদের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
কেএইচ/জেডএইচ/এএসএম