দেশ-মানুষের ক্ষতি হয় এমন কিছু বিএনপি করে না: সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজ হাসিনার পক্ষে কিছু ব্যবসায়ী ডুগডুগি বাজাচ্ছেন। বিরোধী দলে আওয়ামী লীগ থাকলে আপনারা ব্যবসা করতে পারতেন না। জ্বালাও পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং সারাদেশে সহিংসতা করতো। কিন্তু বিএনপি দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। দেশ ও মানুষের ক্ষতি হয়, এমন কিছু বিএনপি করে না। সরকার অনেকভাবে আস্কারা দিচ্ছে। কেন আমরা জ্বালাও-পোড়াও করছি না। আমরা এগুলো করলে মানুষ মারবে ওরা, আর দোষ চাপাবে বিএনপির ওপর।

তিনি বলেন, এরা শুধু গণতন্ত্র খায়নি, শেষ করে দিচ্ছে দেশ। এরা আর ছয়মাস ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ নামবে। দেশকে আওয়ামী লীগ আবার ৭২-৭৫ সালে নিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান অল্প সময় ক্ষমতায় এবং রাজনীতিতে ছিলেন। শেখ মুজিবুর রহমান যত বছর জেল খেটেছেন জিয়া ততদিন রাজনীতিই করেননি। কিন্তু জিয়া তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালেও বিরোধী দলের নেতা ও অভিজ্ঞলোকদের ডেকে নিয়ে পরামর্শ নিতেন। তিনি মেধাবী, দেশপ্রেমিক ও রাজনীতিবিদদের খুঁজে নিয়েছেন। তিনি জানতেন, অভিজ্ঞ ও ভালো লোক ছাড়া দেশে উন্নয়ন হয় না।

এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জিয়া মঞ্চের আব্দুল হামিদ, আনিসুর রহমান, আব্দুল আলীম, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা প্রমুখ।

কেএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।