মানুষ হৃদয়ে সরকার পতনের সাইরেন শুনতে পাচ্ছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পতনের ঘণ্টা দেশের প্রতিটি জায়গা থেকে বাজছে। মানুষ হৃদয়ের মধ্যে সরকার পতনের সাইরেন শুনতে পাচ্ছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার সময় টিকা দিয়ে সবচেয়ে বেশি সহায়তা করেছে তারা। যে কয়টা দেশ বাংলাদেশকে সহায়তা করেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে এই যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে যায়।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবী বলেন বিদেশিরা দেশের মানবাধিকার নিয়ে কথা বলতে পারেন, কিন্তু রাজনৈতিক চাপ দেওয়া যাবে না। আমি তাদের উদ্দেশে বলতে চাই, রাজনৈতিক সমস্যাই তো বড় সমস্যা। যে সরকার সুষ্ঠু নির্বাচন দেয় না, গুম-খুন করে রাতে নির্বাচন করে, তার বিরুদ্ধে কি কথা বলা যাবে না?

আরও পড়ুন>> অবৈধ সরকারের এমপিদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে: শাহজাহান

গতকাল যুক্তরাষ্ট্রে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এতদিন আপনি বলেছেন আমার কোনো টাকাপয়সা নেই। এখন প্রধানমন্ত্রী আপনি বলছেন আমেরিকায় জয়ের সম্পদ আছে, ঘরবাড়ি আছে। কত টাকাপয়সা আছে? এটা কিন্তু বলেননি। এটা জনগণ জানতে চায়। এতদিন পর আপনার মুখ থেকে কথা বের হলো। আপনার কত টাকা আছে এটা মানুষ জানতে চায়। মানুষ খেতে পারে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে না, একটা ডিম কিনতে পারে না। বাজারে গেলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে। আর আপনি আপনার নিজের লোক ১৬৭ জনকে বিমানে করে নিয়ে গেছেন। সুতরাং জনগণের টাকা, দেশের টাকা আপনি অবৈধভাবে ব্যবহার করছেন। এর বিচার কিন্তু একদিন হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনি দেশনেত্রীকে বন্দি করবেন। তাকে সুচিকিৎসা করতে দেবেন না। নেতাকর্মীদের বন্দি করবেন এটা আর হতে দেওয়া হবে না। এখন আপনার পতনের ঘণ্টা বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে বাঁচছে। আপনার পতনের সাইরেন মানুষের হৃদয়ে বাজছে।

এসময় রিজভী কারাবন্দি বিএনপি নেতা রফিকুল আলম মজনু এবং রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে কারগারে হয়রানিমূলক মামলায় নিপীড়ন-নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।