স্লোগানে বিরক্ত হয়ে মেজাজ হারালেন আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস/ ফাইল ছবি

একদফা দাবির আন্দোলনে যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মেজাজ হারিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস তার বক্তব্যের একপর্যায়ে সরকারের কঠোর সমালোচনা করেছিলেন। এ সময় স্থানীয় নেতা নবীউল্লা নবীর নামে স্লোগান দেন। আর এই স্লোগান শুনে ক্ষিপ্ত হন মির্জা আব্বাস। বক্তব্য থামিয়ে ডায়াস ছেড়ে গিয়ে নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়েন।

মির্জা আব্বাস বলেন, ‌‘স্লোগান বন্ধ করেন। স্লোগান বন্ধ। স্লোগান থামান, কার কথা বলতে চান নামটা পরিষ্কার করেন তো। ওই বেটা কার কথা বলতে চাস তুই। ফাজিল কোথাকার। নবী জেলে গেছে নাকি। নবীকে ধইরা জেলে দিয়ায় কমুনি। ফাজিল কোথাকার।’

পরে তিনি স্বাভাবিক বক্তব্য দেওয়া শুরু করেন।

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্যের এমন আচরণের সময় নবী উল্লাহ নবী তার পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি কিছুটা হতবিহবল হয়ে পড়েন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।