ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি কমবে ক্যাম্পাসে


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

ঢাকা বিশ্ববিদালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বন্ধের ফলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠছে না এছাড়া ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি থাকবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে ঢাবি শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বন্ধের ফলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠছে না। ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি থাকবে না।

তিনি শিক্ষামন্ত্রীকে অবলিম্বে ছাত্র সংসদ নির্বাচন ও দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানিয়ে বলেন এতে ক্যাম্পাসে ছাত্রনেতাদের মাঝে খারাপ কাজ করার প্রবণতা দূর হবে।

আগামী তিন চার মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনকে কখনো ভয় পাই না। নির্বাচন কখনোই বিরোধীদলের আন্দোলনে বাধাগ্রস্থ হবে না। গত ছয় বছর ধরে আমরা আন্দোলন দেখে আসছি।

তিনি বলেন, ক্ষমতার দাপট খাটিয়ে হল দখল করা কখনো ভালো দৃষ্টান্ত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষ শক্তিরা দখল করে আছে। সেখানে তারা নিজেরা নিজেদেরকে ঠেকায় না বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদেরকে ঠেকায়। আমরাই আমাদের প্রতিপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি ছাত্রলীগকে প্রশ্ন করে বলেন, গত ২৮ বছর চট্টগ্রাম কলেজ, মুহসীন কলেজ কাদের দখলে। এই ২৮বছরে ছাত্রলীগের পক্ষ থেকে একটা মিছিলও বের করা হয়নি। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতার বিরোধীতা করেছে, তাদেরই ধ্যান ধারণার অনুসারীরা এই কলেজগুলো দখল করে আছে। আমরা নিজেদের খুব পাওয়ারফুল ভাবি। কিন্তু তাদের প্রতিরোধ করার কোনো সাহস আমাদের নেই।

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ছাত্রদলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হচ্ছে না বলেই নতুন নেতৃত্ব দিতে সমস্যা হচ্ছে। আমাদের নেতৃত্বের মাঝেও যেন এই সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য ছাত্রনেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, বিএনপির নেতারা বলেছেন, গণতন্ত্র কবরে চলে গেছে। আসলে গণতন্ত্র নয় বিএনপির আন্দোলনের কফিন কবরে চলে গেছে। আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে কোন সহিংসতা মেনে নেওয়া যাবে না।

ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।