মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ফখরুলের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ফাইল ছবি

মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মানুষদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত মরক্কোবাসীকে এই বিশাল শোক, দুঃখ ও বেদনা সইবার ক্ষমতা দান করেন।’

আরও পড়ুন: মরক্কোয় ভূমিকম্প, ঘরে ফিরতে ভয় পাচ্ছে বাসিন্দারা

তিনি বলেন, ‘এ ধরনের বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের হৃদয়বিদারক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মরক্কোবাসীর এ ধরনের দুর্দিনে সবসময় পাশে থাকবে।’

নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমি শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতের উদ্ধারে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।