শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে শান্ত থাকবো না: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সরকারের পতন ঘটাতে চায়। তবে, সরকার যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তাহলে আমরাও শান্ত হয়ে থাকবো না। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না।

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে এ কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, দেশের মানুষের যে অবস্থা, তা যদি সরকারের বোধগম্য হতো তাহলে আর ক্ষমতায় থাকতো না। বিএনপি নেতাকর্মীদের হত্যা ঘুম করে বিভিন্নভাবে বিপদে ফেলে সরকার আবারও ক্ষমতায় থাকতে চায়।

কেএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।