খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে সরকার: গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত করা হচ্ছে। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। মনে রাখতে হবে, খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে নয়াপল্টনে সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলন কর্মসূচিতে নেতাকর্মীরা মাঠে থাকলে পুলিশ এর মধ্যে সাহস পাবে না। আমাদের আন্দোলনে সব নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মাঠে নামলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের আটকাতে পারবে। তাই রাজপথে লড়াই করা দরকার। রাজপথে এ ফয়সালা করতে হবে।

কেএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।