৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সেদিন বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

বিজ্ঞাপন

বিএনপির সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ জাগো নিউজকে জানিয়েছেন আগামী শনিবার থেকে তারা যুগপৎভাবে সরকার পতনের আন্দোলনে মাঠে নামবেন। সেদিন গণমিছিল করবেন।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।