সমাবেশস্থলেই জুমার নামাজ ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে’ এর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিকেল ৩টায় শুরু হবে সমাবেশ।

তবে সকাল থেকেই সমাবেশস্থলে প্রবেশ করতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলেই জুমোর নামাজ আদায় করেন। দুপুর দেড়টার দিকে শুরু হয় নামাজ। এতে ইমামতি করেন তিতুমীর কলেজ ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ওবায়দুল্লাহ।

jagonews24

নামাজ আদায়ের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ আজিজুল হাকিম জাগো নিউজকে বলেন, শুক্রবার মুসলমান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন। শুক্রবার জুমার নামাজ আদায় করা হয়। সমাবেশে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই প্রবেশ করেছে। অনেকেই হয়তো মসজিদ চিনবে না কিংবা মসজিদে এত লোকের নামাজ পড়ার জায়গা হবে না। তাই এই বিষয়টি মাথায় রেখেই আমরা সমাবেশস্থলে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করি

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফরহাদ আলী বলেন, নামাজের বিষয়টি আমরা সমাবেশের প্রস্তুতির সময়ই গ্রহণ করি। সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের দিন হওয়ায় কাউকে যেন সমাবেশ থেকে বাইরে না আসতে হয় তাই সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা করা হয়।

সমাবেশস্থলেই জুমার নামাজ ছাত্রলীগের

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশস্থলের আশপাশে সারাদেশ থেকে আসা বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নেতাকর্মীরা অপেক্ষা করছে সমাবেশস্থলে প্রবেশের জন্য। প্রবেশপথের ফটকগুলো এরই মধ্যে সম্পন্ন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সমাবেশে ইতিহাস সৃষ্টি করতে চায় ছাত্রলীগ। নতুন বার্তা নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ছাত্রসমাজ অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে মনে করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

jagonews24

ফরহাদ আলী বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার নতুন বার্তা নিয়ে সমাবেশস্থল থেকে যাবে। নির্বাচন সামনে রেখে ছাত্রসমাজের প্রতি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী পালন করবে।

আরএসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।