প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: সুজিত রায় নন্দী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ এএম, ৩০ আগস্ট ২০২৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকল্পে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর রমনা স্কাটন সুইড বাংলাদেশ মিলানায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও অটিস্টিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই আজ দেশে প্রতিবন্ধীদের সুরক্ষিত করা হয়েছে।

jagonews24

তিনি বলেন, শেখ হাসিনা মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর। তার মত দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছেন।

সুইড বাংলাদেশের মহাসচিব মো. মাহ্বুবুল মুনিররের সভাপতিত্বে এতে আরও অংশ নেন যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ফারহানা ইসলাম রিমা, যুব মহিলা লীগের অটিজম বিষয়ক সম্পাদক এবং স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপিস্ট তাপসী রানী কর্মকার প্রমুখ।

এসইউজে/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।