আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললো জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ এএম, ২০ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তায় জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্যের যে খবর বেরিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াত মনে করে, তাদের দল নিয়ে ভারতের মন্তব্য অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। পাশাপাশি ওই প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও মনে করে দলটি।

শনিবার (১৯ আগস্ট) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় দলটি।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকায় খুশি নয় ভারত

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো এক কূটনৈতিক বার্তায় জামায়াতে ইসলামী সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অযাচিত মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- ‘জামায়াত একটি উগ্র-মৌলবাদী সংগঠন, বাংলাদেশে জামায়াত শক্তিশালী হলে ভারত সীমান্ত নিরাপত্তা সমস্যায় পড়বে’ মর্মে যেসব মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। এটি একান্তই বিদ্বেষবশত করা হয়েছে। এ ছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না।

আরও পড়ুন: আনন্দবাজারের প্রতিবেদন বাংলাদেশের স্বাধীনতার প্রতি অবজ্ঞা

জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরও বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী সর্বদা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী। জামায়াত বাংলাদেশে যেমন কারও অন্যায় হস্তক্ষেপ বরদাশত করে না, তেমনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৎপরতাও চালায় না।

জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে বলেও উল্লেখ করেন দলটির ভারপ্রাপ্ত আমির।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।