৩১ বছরেও রাশেদ খান মেনন হত্যাচেষ্টার বিচার হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৬ আগস্ট ২০২৩

১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। এরপর ৩১ বছর চলে গেলেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার হয়নি।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে ওয়ার্কার্স পার্টি। এরই অংশ হিসেবে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পতাকা মিছিল করবে দলটি।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে সিএমএইচ-এ তার চিকিৎসা ও অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

সেখানে কিংস কলেজ হাসপাতালে অপারেশনের পর প্রথমে লন্ডনে ও পরে ব্যাংককে অস্ত্রপচারের পর তিনি ১৯৯৩-এর ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন এবং আবার রাজনীতিতে সক্রিয় হন।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাশেদ খান মেননের হত্যাচেষ্টার ৩১ বছরেও তার প্রকৃত তদন্ত ও বিচার হয়নি। পার্টির তরফ থেকে এই হত্যাচেষ্টার পেছনে সে সময় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত ছিল বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ একটি দায়সারা তদন্ত করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

পরে পার্টির তরফ থেকে পুনঃতদন্তের দাবির প্রেক্ষিতে অধিকতর তদন্তের পদক্ষেপ নেওয়া হলেও কোনো কাজ হয়নি। রাশেদ খান মেননের হত্যাচেষ্টায় সারাদেশে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভের মুখে সে সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি সরকার রাশেদ খান মেননের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা প্রচার করলেও পরিবার ও পার্টির সহকর্মীদের উদ্যোগেই তার চিকিৎসা হয় এবং এ কারণে হাসপাতালের বিল পরিশোধ করতে তাকে তার বাড়ি বিক্রি করতে হয়।

এমএএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।