৫০২ নেতাকর্মীকে হত্যা করেছে সরকার: ফখরুল


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ১৯ মার্চ ২০১৬
ফাইল ছবি

সরকারের দমন পীড়ন, পুলিশের গুলি এবং সরকারী দলের সন্ত্রাসী হামলায় গত কয়েক বছরে বিএনপির ৫০২ নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা সোয়া ১১টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে অনুষ্ঠিত দলের ষষ্ঠ কাউন্সিলে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এ সময়ের মধ্যে বিএনপির ২২৩ নেতাকর্মী অপহৃত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চার হাজার। জেল খেটেছেন ৭৫ হাজার নেতাকর্মী এছাড়া মামলা হয়েছে ২৪ হাজার।

সরকার ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে উল্লেখ্য করে তিনি বলেন, উনন্নয়ন গণতন্ত্রের বিকল্প হতে পারে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যাওয়ার পর সরকার তথা আওয়ামী লীগ প্রতিহিংসাপরায়ন হয়েছে। তাদের এ স্বৈরশাসন ইতিহাসে কলঙ্কময় অধ্যায় হিসেবে লেখা থাকবে। জনতা এক সময় এর জবাব দেবেন।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।