কাউন্সিলে দেখানো হচ্ছে তারেকের উপর নির্মিত প্রামাণ্য চিত্র


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৯ মার্চ ২০১৬

আনুষ্ঠানিকভাবে কাউন্সিল শুরুর আগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রদর্শিত হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর নির্মিত মিউজিক ভিডিও ও প্রামান্য চিত্র।

শনিবার বেলা পৌনে ১০টায় কাউন্সিলের মূল মঞ্চের পেছনে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে এসব প্রদর্শন করা হয়।

মিউজিক ভিডিওতে মূলত কয়েকটি ছবির স্লাইডের মাধ্যমে তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত  থাকার চিত্র তুলে ধরা হয়।

পরে প্রামান্য চিত্রে তারেক রহমানকে এক-এগারো সরকারের সময় আটকের পর তার উপর নির্যাতন ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরা হয়।

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।