বিশৃঙ্খলায় শুরু বিএনপির কাউন্সিল


প্রকাশিত: ০৪:১১ এএম, ১৯ মার্চ ২০১৬

চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল। কাউন্সিলস্থলে প্রবেশ করতে গিয়ে কাউন্সিলর ও ডেলিগেটদের জীবন যেন ওষ্ঠাগত। হুড়হুড়ি আর ঠেলাঠেলিতে অনেকেই আহত হচ্ছেন। প্রবেশ করতে পারছে না কাউন্সিলের কার্ডধারী সাংবাদিকরাও।

জানা গেছে, ভোর থেকেই বিএনপির নেতাকর্মীরা  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রবেশ করতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাউন্সিলর এবং ডেলিগেটদের ভীড় বাড়তে থাকে।   

কাউন্সিলর এবং ডেলিগেটদের জন্য পৃথক গেট থাকলেও সুনিদির্ষ্ট কোনো নির্দেশনা না থাকায় সবাই একই গেটে জটলা পাকাতে থাকেন। এতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেটে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

MNP

এদিকে, ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে বিএনপির নেতারা মিছিল নিয়ে আসায় গেটের সামনে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে  রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, কোনো নেতা গেটের কাছে আসতেই তাকে উপলক্ষ্য করে মিছিল আর স্লোগান দেয়ায় বিশৃঙ্খলা আরো বেশি হচ্ছে।
 
এমন  বিশৃঙ্খলায় কাউন্সিলস্থলে প্রবেশ করতে  বেগ পোহাতে হচ্ছে দলের কেন্দ্রীয় নেতাদেরকেও।  ঠেলাঠেলিতে অনেকেই আহত হচ্ছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও । কার্ড দেখিয়েও অনেক সাংবাদিক কাউন্সলস্থলে প্রবেশ করতে পারছেন না।

এএসএস/এমএম/এসআই/জেইউ/এএস/এএই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।