স্বরাষ্ট্রমন্ত্রী

জননিরাপত্তা বিঘ্নিত না হলে বিএনপির সমাবেশে কোনো বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ৩০ জুলাই ২০২৩

বিএনপির সমাবেশে জননিরাপত্তা বিঘ্নিত না হলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের যে প্রচারণা, তারা করতে পারবে। এখানে তো আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তাঘাট বন্ধ করলে, মহাসড়কের যান চলাচল বন্ধ করলে কিংবা কোনো জায়গাকে অবরুদ্ধ করলে এটি আইনত দণ্ডনীয় অপরাধ, আপনারা জানেন।

আরও পড়ুন: মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, আমরা দেখেছি ২০১৪-১৫ সালের দিকে অগ্নিসংযোগের মাধ্যমে তারা প্রচেষ্টা নিয়েছিল ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার‌। নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ থেকে শুরু করে, জানমালের ক্ষতি, বাড়িঘর-গাড়িতে অগ্নিসংযোগ- সেগুলো দেখেছেন। তারই একটা প্রচেষ্টা আমরা কাল দেখেছি। তারা বলেছিলেন অবস্থান করবেন। অবস্থান বাদ দিয়ে তারা রাজপথের উপর এসে গেছেন, এসে ভাঙচুর শুরু করেছেন। ছয়টি বাসে তারা অগ্নিসংযোগ করেছেন। অনেক গাড়িতে ইট-পাটকেল মেরে ধ্বংস করার প্রচেষ্টা নিয়েছিলেন। এতে আমরা মনে করি, তারা আইনবিরোধী কার্যক্রম করেছেন। তাই আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার কথা, আমাদের প্রশাসন সেগুলোই নিচ্ছে।

অগ্নিসংযোগ সরকার করাচ্ছে বিএনপির এমন অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই হাস্যকর কথার জবাব আমি আপনাদের কাছেই চাই। সরকার তাদের সব সময় বলে আসছে আপনারা এগুলো করবেন না। আপনাদের সহযোগিতা চাই‌। আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেন, নিয়মতান্ত্রিকভাবে করেন। আমরা তাদের কোনো সমাবেশ, কোনো পদযাত্রায় আমরা বাধা দিইনি। আমরা সব সময়ই বলে আসছি, জনদুর্ভোগ সৃষ্টি করলে বা ভাঙচুর করলে, অগ্নিসংযোগ করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটি তারা পালন করবে। সেটিই কাল হয়েছে।

আরও পড়ুন: শনিবার কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি

বিএনপির সমাবেশের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল সমাবেশ করবে এখানে আমাদের কোনো বাধা নাই। কোন দল করলো, কোন দল করলো না, সেটা আমাদের বাধা নাই।

আরএসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।