বৃষ্টির হানায় শান্তি সমাবেশের ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৮ জুলাই ২০২৩

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। দুপুর আড়ায়টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ১২টার দিক থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। এরমধ্যে হানা দেয় বৃষ্টি। দুপুর দেড়টার দিকে আসা ঝুম বৃষ্টি ছন্দপতন ঘটিয়েছে সমাবেশের। এসময় বিভিন্ন স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা। অনেককে আবার বৃষ্টিতে ভিজেই অবস্থান করতে দেখা যায়।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ চিত্র দেখা যায়।

তবে সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, বৃষ্টির বাগড়ায় তাদের সমাবেশে কোনো সমস্যা হবে না।

যুবলীগের কর্মী জহির জাগো নিউজকে বলেন, শান্তির সমাবেশে বৃষ্টি শান্তি নিয়ে এসেছে। সমাবেশে লাখো মানুষ জমায়েত হবে।

বারবার স্থান, সময় পরিবর্তন ও নানা জল্পনা কল্পনা শেষে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও সমাবেশ করছে আজ। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এই সমাবেশের বিপরীতে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন- আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

আরও পড়ুন: জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জাগো নিউজকে বলেন, আমরা শান্তির জন্য এই সমাবেশ করছি। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে আমরা এই শান্তির সমাবেশ করবো। তাদেরকে আহ্বান জানাবো তারা যেন সহিংসতার পথ এড়িয়ে নির্বাচনে অংশ নেয়। বাংলার মানুষ যাদেরকে রায় দেবে আমরাও তা মেনে নিবো।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।