শান্তি সমাবেশ
জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। সমাবেশ ঘিরে দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে গিয়ে এই চিত্র দেখা যায়।
বারবার স্থান, সময় পরিবর্তন ও নানা জল্পনা কল্পনা শেষে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও সমাবেশ করছে আজ। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। তাদের এই সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন- আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
আরও পড়ুন> পাল্টাপাল্টি সমাবেশ/সকাল থেকেই ঢাকার রাস্তা ফাঁকা
রাজধানীর কেরানীগঞ্জ থেকে আসা সুজন শিকদার জাগো নিউজকে বলেন, সমাবেশ শুরু হলে নেতাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ থাকে না। তাই সকালেই আসলাম যেন দেখা করা যায়। সমাবেশ শেষ করে তারপরই যাবো।
নারায়ণগঞ্জ থেকে আসা এক ওয়ার্ডের সভাপতি মো. মহিন উদ্দিন জাগো নিউজকে বলেন, সমাবেশ দুপুরে শুরু হলেও সকালে সমাবেশস্থলে আসলাম যেন রাস্তায় কোনো যানজট বা অসুবিধায় পড়তে না হয়। দলের বিভিন্ন নেতারা আসবেন তাদের নির্দেশনা মেনে আগামীতে তৃণমূল নেতা হিসেবে আমরা কাজ করে যাবো।
সমাবেশে যোগ দেওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক আব্দুর রহমান জীবন জাগো নিউজকে বলেন, আজকের এই সমাবেশ যুবক ও তরুণদের রাজপথ দখলের সমাবেশ। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ। রাজপথ দখলের বার্তা নিয়েই তরুণরা বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিহত করবে আগামীতে।
আরও পড়ুন> শেখ হাসিনার নেতৃত্বে থাকার ঘোষণা দিলো ৫৮ দলীয় জোট
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জাগো নিউজকে বলেন, আমরা শান্তির জন্য এই সমাবেশ করছি। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে আমরা এই শান্তির সমাবেশ করবো। তাদেরকে আহ্বান জানাবো তারা যেন সহিংসতার পথ এড়িয়ে নির্বাচনে অংশ নেয়। বাংলার মানুষ যাদেরকে রায় দেবে আমরাও তা মেনে নিবো।
আরএসএম/এসএনআর/এএসএম