বিএনপির মহাসমাবেশ

কর্মীদের উৎফুল্ল রাখতে প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ এএম, ২৮ জুলাই ২০২৩

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায়। সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই নয়াপল্টনে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে সমাবেশে নেতাকর্মীরা আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে।

এদিকে, তীব্র রোদের মাঝেই সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার কর্মী। তাদের উৎফুল্ল ও সাময়িক বিনোদন দিতে মূল সমাবেশ মঞ্চের পাশে করা হয়েছে আরেকটি মঞ্চ। এখান থেকেই শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গাওয়া হচ্ছে গান ও কবিতা। এসব গান ও কবিতার মাধ্যমে সরকারের নানা সমালোচনা করা হচ্ছে।

আরও পড়ুন> বিএনপির মহাসমাবেশ/ খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা 

jagonews24

গানের মাধ্যমে গুণগান গাওয়া হচ্ছে সাবেক মেজর জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে। সমালোচনা করা হচ্ছে সরকারের উন্নয়ন ও নির্বাচন ইস্যু নিয়ে। এতে নেতাকর্মীরা গানের তালে তালে নেচে গেয়ে সায় দিচ্ছেন।

এদিকে, রাত থেকে মহাসমাবেশে আসা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে তারা ঢাকায় এসেছেন। যতক্ষণ সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন। মহাসমাবেশ থেকে সর্বোচ্চ কঠোর কর্মসূচি প্রত্যাশা করছেন তারা।

আরও পড়ুন> ‘সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবো’

গাজীপুর থেকে আসা বিএনপি নেতা ইকবাল হাসান সরকার বলেন, ‘দফা এক, দাবি এক; শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি আদায়ে প্রয়োজনে রাষ্ট্রপতি ভবন ঘোরাও কর্মসূচি চাই। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে ততক্ষণ আমরা রাস্তায় আমরণ অবস্থান করবো।’

ইএআর/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।